Wednesday , 16 July 2025

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

॥ নওগাঁ জেলা প্রতিনিধি ॥

জ ১৫ই মার্চ রোজ শনিবার বেলা সাড়ে এগারো টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। শহরের মুক্তির মোড়ে ‘বিভিন্ন সংগঠনের নেতৃত্বেবৃন্দ জেলার সর্বস্তরের জনগণ ও মেডিকেল কলেজের শিক্ষার্থী ব্যানারে ঘণ্টা-ব্যাপী এ বিক্ষোভ পালিত হয়।

 

নওগাঁ মেডিকেলের শিক্ষার মান দেশের অন্য মেডিকেল কলেজ গুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। প্রতিবছর প্রকাশিত ফলাফলে সেটি প্রমাণিত হয়েছে। এরপরেও এমন সিদ্ধান্ত নেওয়া হলে নওগাঁ থেকে সারাদেশে ধান-চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

এতে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক সাধারণ স্থানীয় জনতা অংশ গ্রহণ করে। এর আগে বেলা এগারোটায় নওগাঁ মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে সমবেত হন শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

বিক্ষোভ সমাবেশে নওগাঁ পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি যুগ্ম-আহ্বায়ক মামুনুর রহমান রিপন, জেলা বাসদের আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল, জেলা শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ফারহান সাদিক রওনকসহ নওগাঁ মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, নওগাঁ মেডিকেলের শিক্ষার মান দেশের অন্য মেডিকেল কলেজ গুলোর তুলনায় কোনো অংশেই কম নয়। প্রতিবছর প্রকাশিত ফলাফলে সেটি প্রমাণিত হয়েছে। এরপরেও এমন সিদ্ধান্ত নেওয়া হলে নওগাঁ থেকে সারাদেশে ধান-চাল সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সরকারে থেকে এসব ষড়যন্ত্র না করে,দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। এতে বক্তারা আরো বলেন নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ হলে জেলার জন সাধারণের স্বাস্থ্য সেবা ভবিষ্যতে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিবে।

Check Also

উল্লাপাড়ায় সরকারী অফিস দখল করে জামায়াতের দলীয় কার্যালয়

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের …