॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের নব গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিত যুবদলের নেতৃবৃন্দের বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
বক্তারা উপজেলা ও পৌরসভা যুবদলের ঘোষিত আহ্বায়ক কমিটিকে বর্জুয়া, অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে এটাকে বাতিল করে দলের শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান।
শনিবার(১৫ মার্চ) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের পদ বঞ্চিত নেতা কর্মীরা নব গঠিত আহবায়ক কমিটি বাতিল ও বিএনপি চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে হাতিয়ায় অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে।
মিছিলটি সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসা থেকে বের হয়ে৷ শহরের ওছখালী মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন এডভোকেট নুর হোসেন সুমন।
এছাড়া, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুর রব রাশেদ, মো: শাহীন উদ্দিন, মো: নজরুল ইসলাম শামীম, প্রফেসর মহিবুল্যা,মাহমুদুল হাসান,মো: কামরুজ্জামান, মো: সাহেদ রানা সহ অন্যান্যরা বক্তব্য দেন।
বক্তারা উপজেলা ও পৌরসভা যুবদলের ঘোষিত আহ্বায়ক কমিটিকে বর্জুয়া, অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে এটাকে বাতিল করে দলের শৃংখলা ফিরিয়ে আনার আহবান জানান। এসময় তারা স্বৈরাচারের দোসরকে হাতিয়া দ্বীপে প্রত্যাখান করে বক্তব্য দেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেন।