Thursday , 4 September 2025

পাংশার কলিমহর ইউপিতে দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

বিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপিতে সোমবার (২৬ মে) ১হাজার ৪০৩ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

ইউপির চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

পাংশা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কলিমহর ইউপির ট্যাগ অফিসার মোঃ হজরত আলী খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, কলিমহর ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কলিমহর ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ শেখ ও ৮নং ওয়ার্ডের মেম্বার শাহিনুর রহমানসহ ইউপির মেম্বারগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও কলিমহর ইউপির ট্যাগ অফিসার মোঃ হজরত আলী খান সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করেন।
তিনি বলেন, ইউপির চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।

Check Also

বিএনপি নেতা আমিরুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশে তোলপাড়, বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ

॥ নিজস্ব প্রতিনিধি ॥ স ম্প্রতি সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল …