॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
২ ০০৯ সালে আওয়ামী সমর্থকদের হামলায় নিহত শহীদ ডা. সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জ উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা আরও বলেন, “ডা. সাইফুল ইসলাম ছিলেন এলাকার একজন সৎ, মানবিক ও সমাজসেবী চিকিৎসক। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এ হত্যার ন্যায়বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষ এভাবে প্রাণ না হারায়।”
মঙ্গলবার (২০ অক্টোবর ) সকাল ১০টায় উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ ডা. সাইফুল ইসলামের পরিবার, স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ডা. সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হন। দীর্ঘ ১৬ বছর পার হলেও এখনো হত্যাকাণ্ডের বিচার হয়নি, যা ন্যায়বিচারের প্রতি জনগণের আস্থা নষ্ট করছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে এ হত্যার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, “ডা. সাইফুল ইসলাম ছিলেন এলাকার একজন সৎ, মানবিক ও সমাজসেবী চিকিৎসক। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়ে তাঁর মৃত্যু হয়েছে। আমরা এ হত্যার ন্যায়বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নিরীহ মানুষ এভাবে প্রাণ না হারায়।”
মানববন্ধনে শহীদ ডা. সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল