॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
ফ্যা সিস্ট হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার লাইভ ( সরাসরি সম্প্রচার) সহকারে ঘোষণা হবে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার পর এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের মোংলা পৌর শাখার শাখার নেতৃবৃন্দ।
মোংলা পৌর শহরের বিভিন্ন স্থানে মিছিল করে পৌর ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার লাইভ ( সরাসরি সম্প্রচার) সহকারে ঘোষণা হবে। আর এই রায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির দাবি করেন বিএনপির নেতৃবৃন্দ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল