Saturday , 6 December 2025

আন্ত–১নং ধামাইনগর ইউপি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন–০২) অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শালিয়াগাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ শুক্রবার (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টায় আন্ত–১নং ধামাইনগর ইউনিয়ন পরিষদ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন–০২) অনুষ্ঠিত হয়। খেলার মাঠজুড়ে উৎসুক দর্শকদের উপস্থিতিতে জমজমাট আয়োজন হয়ে ওঠে টুর্নামেন্টটি।

 

নিরাপদ পরিবেশে খেলা পরিচালনা এবং প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

টুর্নামেন্টে ঘোষণা করা পুরস্কার অনুযায়ী বিজয়ী দল পাবে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেট এবং রানারআপ দলকে প্রদান করা হবে একটি এলইডি টেলিভিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিয়াগাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ধামাইনগর ইউপি স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আব্দুল গফুর আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ধামাইনগর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মুক্তি মোঃ জাহিদুল ইসলাম এবং কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মিঠুন খন্দকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র যুবদলের আহ্বায়ক মোঃ তালুকদারসহ শালিয়াগাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিরাপদ পরিবেশে খেলা পরিচালনা এবং প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

Check Also

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় …