॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর সুবর্ণচর উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দলীয় নীতি ও আদর্শ উপেক্ষা করে সুবিধাবাদী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করায় বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীরা উপেক্ষিত হচ্ছেন।
অভিযোগ উঠেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্প্রতি গঠিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে ঐ এলাকার জাহাঙ্গীর মেম্বারকে রাখা হয়েছে। যিনি অতীতে একাধিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে একই ওয়ার্ডের কেন্দ্র কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমনকি উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের প্রার্থীদের হয়ে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
স্থানীয় ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, দলীয় নীতি ও আদর্শ উপেক্ষা করে সুবিধাবাদী ও বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করায় বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত কর্মীরা উপেক্ষিত হচ্ছেন। এতে আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে উপজেলা বিএনপির নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে ত্যাগী নেতাকর্মীরা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার ত্যাগী কর্মীদের মূল্যায়নের কথা বললেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে, যা দুঃখজনক ও হতাশাজনক।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অবিলম্বে বিতর্কিত কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও পরীক্ষিত বিএনপি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল