Sunday , 11 January 2026

সুবর্ণচরে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

॥  মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচরে ‘সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতি’ আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৬৮ জন সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে। বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীসহ সকলের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সহ-সেক্রেটারি মাওলানা খোবায়েব হোসাইনের সঞ্চালনায় সমিতির সভাপতি ও চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল নাফি ট্রাভেলসের স্বত্বাধিকারী ও বৃত্তি পরীক্ষার অন্যতম পৃষ্ঠপোষক মো. নাজিম উদ্দিন। বৃত্তি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারি ও প্রবীণ মাদ্রাসা শিক্ষক মাওলানা ছায়েদুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও চর জুবিলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বাইতুস সাইফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান জিহাদী, দুলাল মিয়ার হাট ইসলামিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হোসাইন আহম্মদ, চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইফুল্লাহ বাহার, বাংলাবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ ফরিদ, জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ উল্লাহ এবং বৃত্তি পরীক্ষা কমিটির সদস্য ও মাদ্রাসা শিক্ষক মাওলানা জিয়াউল হক প্রমুখ।

আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন ও এর অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বৃত্তি পরীক্ষায় আর্থিক সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনার কথা জানান সমিতির সদস্যরা।

সুবর্ণচর উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য সর্বমোট ৮৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুল এবং ৬৮ জন সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী রয়েছে। বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীসহ সকলের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।

Check Also

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার ১ অপহরণকারীকে  আটক 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; …