Friday , 4 April 2025

ফুরফুরা শরীফের সুলতানুল ওয়ায়েযীন আলা হযরত ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী আলকূরাইশী (রহ.) এঁর আহলিয়া (স্ত্রী) ইন্তিকাল করেছেন৷

অনলাইন ডেক্স।।

ফুরফুরা শরীফের সুলতানুল ওয়ায়েযীন আলা হযরত ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী আলকূরাইশী (রহ.) এঁর আহলিয়া(স্ত্রীি) ইন্তিকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন

তিনি ছিলেন আল্লামা পীর ওমর সিদ্দিকী পীরকেবলা, পীর সাত্তার সিদ্দিকী হুজুর ,পীর মোস্তফা সিদ্দিকী হুজুর ও পীর তাহের সিদ্দিকী আলকূরাইশী হুজুর কেবলার আম্মাজান৷

মরহুমার জানাজা আজ বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় ফুরফুরা দরবার শরীফ,(ভারত) অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

মোজাদ্দেদীয়া পীর আব বক্কর সিদ্দিকীয়া ফাউন্ডেশন, অনন্তবাজার, পাবনা, বাংলাদেশের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে, এবং সমবেদনা গ্যাপন করছি।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …