॥ মোংলা প্রতিনিধি ॥
মোংখুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আঃ খালেক বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল চালিকাশক্তি ছিল বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য গৌরবের। তাই ছাত্রলীগের ঐতিহ্য ধরে রেখে বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগকে এগিয়ে যেতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হলে তার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ হবে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে মোংলা পৌর, কলেজ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলা শ্রমিক সংঘ চত্ত্বরে ছাত্র সমাবেশের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বেচেঁ থাকলে এদেশ দ্রুত এগিয়ে যাবে। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদের প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করছে। এছাড়া দেশে স্বাধীনতা বিরোধী চক্র কিন্ত বসে নেই। তাদের সড়যন্ত্র প্রতিহত করতে সব সময় প্রস্তুত থাকতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে মোংলা পৌর, কলেজ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোংলা শ্রমিক সংঘ চত্ত্বরে ছাত্র সমাবেশের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রীস আলী ইজারদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,
সাবেক পৌর আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শেখ আঃ সালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ই¯্রাফীল হাওলাদার, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব খাঁন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পীছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, পৌর কাউন্সিলর বৃন্দসহ উপজেলা,
পৌর ও ওয়ার্ড ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।এর আগে সকালে শ্রমিক সংঘ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সুচনা করা হয়। শ্রমিক সংঘ চত্বরে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সিটি মেয়র। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বাষির্কী শেষ হয়।