Saturday , 14 December 2024

হাতিয়া নানান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।।

॥ উত্তম সাহা হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নানান আয়োজনের মধ্য দিয়ে,বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। হাতিয়া উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে, উপজেলা ছাত্রলীগের আয়োজনে,বুধবার (৪জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

সকাল ৭টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান,সকাল ৭.৩০ মিনিটে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বিকেল ২.৩০ মিনিটে কেক কাটার মাধ্যমে আনন্দ উদযাপন, বিকাল ২.৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে ওছাখালী প্রধান সড়ক হয়ে উপজেলা মোড় ঘুরে এসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ রেলীটি শেষ হয়।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট কেফায়েত উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র কে,এম,ওবায়েদ উল্যাহ বিপ্লব, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন , জেলা আওয়ামী লীগের সদস্য জিল্লুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ,, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন,হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেশকাত হোসেন রবিন,পৌরসভা ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক বাপ্পি,পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু। এছাড়া আরও বক্তব্য রাখেন,আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,
জাতীয় শ্রমিকলীগ সহ আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল ৭টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান,সকাল ৭.৩০ মিনিটে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, বিকেল ২.৩০ মিনিটে কেক কাটার মাধ্যমে আনন্দ উদযাপন, বিকাল ২.৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে ওছাখালী প্রধান সড়ক হয়ে উপজেলা মোড় ঘুরে এসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ রেলীটি শেষ হয়।এদিকে বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মঞ্চে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের উন্নয়নের দিক গুলো তুলে ধরেন এবং হাতিয়া উপজেলা ছাত্রলীগকে আরও শক্তিশালী করার জন্য পরামর্শ দেন নেতাকর্মীগণ।

Check Also

মোংলায় যে কোন মুহুর্তে নদীতে বিলিন হতে পারে কোটি টাকায় নির্মিত পৌর খেয়া ঘাট সহ যাত্রী ছাউনী

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ পানির স্রোতে ভাঙনে ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে মোংলা বন্দরের …