Saturday , 23 November 2024
লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার দুপুরে জাফরপুর এতিম খানা ও হাফিজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়

লুৎফর রহমান ফাউন্ডেশনের উপহার পেয়ে খুশি জাফরপুর এতিম খানা ও হাফিজিয়া মাদরাসার ছাত্ররা

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় পাংশা ও কালুখালীর সীমান্তবর্তী কালিকাপুর ইউপির জাফরপুর এতিম খানা ও হাফিজিয়া মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি মাদরাসার শিক্ষক ও ছাত্ররা।

 

 

আগের দিন ২২ জানুয়ারী দুপুরে লুৎফর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এপেক্স ক্লাব পাংশা ও পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাদরাসার অসচ্ছল পরিবারের ৫০জন ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, গত ২৩ জানুয়ারী দুপুরে লুৎফর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি’র বিশেষ উপহার হিসেবে মাদরাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে মাফলার বিতরণ করা হয়।

এ সময় লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামির হোসেন, জাফরপুর এতিমখানা ও হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, হোগলাজাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সূত্রমতে, আগের দিন ২২ জানুয়ারী দুপুরে লুৎফর রহমান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এপেক্স ক্লাব পাংশা ও পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মাদরাসার অসচ্ছল পরিবারের ৫০জন ছাত্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কিন্তু মাদরাসার ছাত্রসংখ্যার তথ্য অবহিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে মাদরাসার সকল ছাত্র ও শিক্ষকদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশনা দেন লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি।

সে মোতাবেক ২৩ জানুয়ারী দুপুরে মাদরাসার অবশিষ্ট ৬৫জন ছাত্র ও ৫জন শিক্ষক মোট ৭০জনের মাঝে মাফলার বিতরণ করা হয়। এদিকে, লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি’র উপহার পেয়ে খুশি হয় মাদরাসার শিক্ষক ও ছাত্ররা।

উল্লেখ্য,লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি (বার), এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি -এর পিতা শাহ লুৎফর রহমানের স্মরণে কসবামাজাইলে লুৎফর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা ও মানবিক মূল্যবোধ জাগরণে নানা কর্মসূচি পরিচালিত হচ্ছে।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …