Monday , 25 November 2024
বাবু মীর কুমিল্লা

কুমিল্লায় সড়ক নিরাপত্তায় দূর্ঘটনা এড়াতে যানবাহনে লিফলেট বিতরণ

॥ বাবু মীর, কুমিল্লা জেলা প্রতিনিধি ॥

ড়ক নিরাপত্তায় দূর্ঘটনা এড়াতে “আইন মেনে গতি বাড়াই, জীবন নিয়ে বাড়ী যাই” মহাসড়কে নিরাপত্তামূলক বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণসহ চালকদের কে সচেতন মূলক পরামর্শ দিয়েছেন সামাজিক সংগঠন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস।

 

 

নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালাবেন না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেক করবেন না। জেব্রা ক্রসিং ফুডঅবার ব্রিজ আন্ডার পাশ দিয়ে রাস্তা পারাপার হবেন।

রবিবার ৫ ফেব্রুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালক, পরিবহন শ্রমিক, মালিক সহ যাত্রীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সচেতন মূলক পরামর্শ কর্মসূচিতে সামাজিক সংগঠন সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস এর চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ বলেছেন, লিফলেট গুলোতে সড়ক নিরাপত্তায় দেওয়া নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ জানিয়েছেন।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে সবসময় সামনের গাড়ির সাথে দুই সেকেন্ড পরিমান সময়ের নিরাপদ দুরত্ব বজায় রাখুন। নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালাবেন না। ওভারটেকিং নিষিদ্ধ এলাকায় রাস্তার বাঁকে সরু ব্রিজে ওভারটেক করবেন না। জেব্রা ক্রসিং ফুডঅবার ব্রিজ আন্ডার পাশ দিয়ে রাস্তা পারাপার হবেন।

চলন্ত গাড়িতে সবসময় সিট বেল্ট পড়ে থাকুন। সিট বেল্ট আপনাকে নিরাপদ থাকতে সহায়তা করে। হঠাৎ রাস্তায় কোনো পরিবর্তন ঘটলে আপনার গাড়িটি থামানো সহজ হবে যদি গাড়িটি গতিসিমার মধ্য থাকে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনোই মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না মদ আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট করে।

এছাড়াও তিনি বিভিন্ন যানবাহন চালকদের উদ্দেশ্যে মহাসড়কে সর্বোচ্চ ৮০ কিঃ মিঃ গতিতে মোটরযান চালানোর জন্য আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন সোসাইটির ফর দা প্রিভিশন অফ একসিডেন্টস এর চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, সংগঠনের জেনারেল সেক্রেটারি আবু কালাম আজাদ, ট্রেজারার তানভীর আহমেদ, এক্সকিউটিভ মেম্বার কাজী আকলাকুর রহমান জুয়েল,

এক্সকিউটিভ মেম্বার সৈয়দ ফয়সাল আলম সহ সংগঠনের সকল সদস্য। এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়নামতি হাইওয়ে থানার এসআই তৌহিদ ইসলাম, দৈনিক মুক্ত খবর পত্রিকার চান্দিনা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইয়াসিন আরাফাত সহ সকল মিডিয়া।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …