Friday , 17 October 2025
আতাউর রহমান রাজু উল্লাপাড়া,সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সরিষা আবাদে বিঘায় ৭ মণ সরিষা পাচ্ছে কৃষক

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মৌসুমের দ্বিতীয় ফসল সরিষা কয়েকদিনের মধ্যেই তোলা শেষ হবে। এ বছর বিভিন্ন জাতের মধ্যে বেশি আবাদ হয়েছে সেতি, কালো মাঘি, বারি-১৪ বারি-১৭ ও বারি-৯ জাতের সরিষা।

 

 

উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমী জানান, কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। কৃষকরা সারিষা ঘরে তোলার পর ওই সকল জমিতে বোরে-ইরি ধান বোপণ করতে পারবে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্র ছিল ১৮ হাজার ৮১০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রার চেয়ে ১হাজার ৩১৫ হেক্টর জমি বেশি কৃষকরা সরিষা চাষ করেছেন।

উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ঘোনা গ্রামের কৃষক আসাব আলী জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর সরিষা চাষের ফলন ভাল হয়েছে। বিঘা প্রতি ছয় থেকে সাত মন সরিষা পাওয়া যাচ্ছে, সোয়াবিনের দাম বেশি হওয়াতে এ বছর সরিষার দাম ভাল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমিন সুমী জানান, কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়েছে। কৃষকরা সারিষা ঘরে তোলার পর ওই সকল জমিতে বোরে-ইরি ধান বোপণ করতে পারবে।

 

Check Also

জাতীয় জরুরী সেবা ৯৯৯ গ্রামবাসীর ফোন কলে মোংলায় খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় খালে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার …