Monday , 3 November 2025

হাতিয়ায় জাতীয় ভোটার‌ দিবস উদযাপিত

॥ উত্তম সাহা, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালী জেলার দ্বীপ অঞ্চল উপজেলা হাতিয়ায় “”ভোটার হবো নিয়ম‌ মেনে, ভোট দিবো যোগ্য জনে‌ “” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ হাতিয়ায় উপজেলায় উদযাপিত হলো পঞ্চম জাতীয় ভোটার দিবস।

 

 

“”ভোটার হবো নিয়ম‌ মেনে, ভোট দিবো যোগ্য জনে‌ “” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ হাতিয়ায় উপজেলায় উদযাপিত হলো পঞ্চম জাতীয় ভোটার দিবস।

এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ এলাকায় এক শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব মোর্শেদ লিটন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত‌ উল্লাহ্, সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম সরওয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাকির হোসেন প্রমুখ।

Check Also

সিরাজগঞ্জ মতিন সাহেবের ঘাটে ছোঁয়া মনি” ডকইয়ার্ড ” এর শুভ উদ্বোধন করলেন হাজী মো: আব্দুস সাত্তার

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ যমুনার বুকে মালামাল বহনকারী ভারী ড্রেজার সহ বিশাল …