বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০২৪

উল্লাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বৃহস্পতিবার উল্লাপাড়ায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলাটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম।

 

 

এই মেলায় এবছর ২০ টি স্টল স্থান পেয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্বলিত বিভিন্ন প্রদর্শণী মেলায় প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অফিসের উপ পরিচালক বাবলু কুমার সূত্রধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এই মেলায় এবছর ২০ টি স্টল স্থান পেয়েছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্বলিত বিভিন্ন প্রদর্শণী মেলায় প্রদর্শন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …