Tuesday , 4 November 2025

মোংলায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

মোংলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ।

 

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

মোংলা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তেিত পৌর শহরের ৫নং ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড সংলগ্ন থেকে শিকারীর মোড় এলাকার বাসিন্দা মোঃ দুলাল মোল্লার ছেলে মোঃ রাব্বি মোল্লা (১৯), পৌর শহরের ৩ নং ওয়ার্ডের চালনা বন্দর মাদ্রাসার পিছন থেকে শেহলাবুনিয়ার রাজ্জাক সড়কের বাসিন্দা মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে মোঃ রনি হাওলাদার (৩৩) ও ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের ভাটারাবাদ এলাকার মৃত জিতেন হালদারের ছেলে রিলিফ হালদার ওরফে গেদা (৫২) কে মাদক সহ আটক করে মোংলা থানা পুলিশ।
আটকের সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার সহ জব্দ করা হয়।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মোংলা থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আসামীদেও নামে মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

ধানগড়া পৌরসভার চারমাথা চত্বরে বিএনপি’র পথসভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌরসভার চারমাথা …