Monday , 25 November 2024

উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা হাফিজের অবৈধ সম্পদের খোঁজে দুদক

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি দুদক সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আওয়ামী লীগ নেতা হাফিজ সহ তার স্ত্রী ও দুই সন্তানের ব্যাংক হিসাব চেয়ে দেশের রাস্ট্রায়ত্ব ব্যাংক সহ অগ্রণী ব্যাংক ও ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখায় চিঠি পাঠানো হয়েছে।

 

 

হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, বালু উত্তোলন, সন্ত্রাস ও মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ উঠেছে।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাফিজুর রহমান হাফিজের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য, বালু উত্তোলন, সন্ত্রাস ও মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ অনুসন্ধানে আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, তার স্ত্রী তানজিলা ইয়াসমিন, ছেলে তানভীর রহমান ও তাসদীদ রহমান তামীমের নামীয় ব্যাংক হিসাব, ঋণ, এফডিআর, সঞ্চয়পত্র, ক্রেডিট কার্ড ইত্যাদি তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে।

সোমবার (২৭ মার্চ) বিকেলে ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, গত ১৯ মার্চ দুদকের একটি চিঠি এসেছে। চিঠিতে যেসব তথ্য চাওয়া হয়েছে, শিগগিরই আমরা সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবো।

 

অগ্রণী ব্যাংক উল্লাপাড়া শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, পাঁচ/ছয়দিন আগে চিঠি পেয়েছি। শিগগিরই আমরা সংশ্লিষ্ট ব্যাংকে লেনদেনের বিবরণ সহ অন্যান্য তথ্য পাঠিয়ে দিবো।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক খাইরুল হক বলেন, হাফিজুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ অর্জনের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করেছি। এরই মধ্যে তার ব্যাংক হিসাব চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …