Tuesday , 20 May 2025
সুন্দরবনে বিষ দিয়ে অবৈধভাবে চিংড়ি শিকারের পর তা শুটকি তৈরি করে পাচারের সময় জব্দ করা হয়েছে

অবৈধ শুটকি ফেলে পালালো জেলেরা

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

সুন্দরবনে বিষ দিয়ে অবৈধভাবে চিংড়ি শিকারের পর তা শুটকি তৈরি করে পাচারের সময় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর রাতে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে চারাখালি খাল হতে তিন বস্তা শুটকি মাছ জব্দ করে বনবিভাগ। তবে এসময় চারটি টোনাজাল, তিনটি নৌকা আটক করা হলেও এরসাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

 

জব্দ করা শুটকি মাছ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর এ ঘটনায় বন আইনে ইউডিওআর ( অজ্ঞাত) মামলা করা হয়েছে বলেও জানায় বন কর্মকর্তা মাহবুব হাসান।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান এসব তথ্য জানায়। তিনি বলেন, ‘পাচারকারীরা এসময় নৌকা থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারিনি, তবে পাচারকারীদের ফেলে যাওয়া তিন বস্তা শুটকি মাছ জব্দ করি’। তিনটি নৌকায় ছয়জন পাচারকারী জেলে ছিল।

 

পরে জব্দ করা শুটকি মাছ এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর এ ঘটনায় বন আইনে ইউডিওআর ( অজ্ঞাত) মামলা করা হয়েছে বলেও জানায় বন কর্মকর্তা মাহবুব হাসান।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …