Tuesday , 3 December 2024

আনন্দঘন পরিবেশে মোংলায় একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

উৎসবমুখর পরিবেশে মোংলায় জনপ্রিয় টেলিভিশন একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ২৩ বছর শেষ করে ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

এরপরে একুশে টিভির সাহসী পথ চলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পৌর আ’ লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ,

সভায় প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একুশে টিভির মোংলা প্রতিনিধি আবুল হাসান। এরপরে একুশে টিভির সাহসী পথ চলা ও নিরপেক্ষতা বজায় রাখায় কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পৌর আ’ লীগের সভাপতি ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সভাপতি এইচ এম দুলাল, আহসান হাবিব হাসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান গাজী, সময় টিভির হাসান মাহমুদ, এনটিভির স্টাফ করেসপন্ডটেন্ট ও জাগো নিউজের আবু হোসাইন সুমন, এটিএন নিউজের নিজাম উদ্দিন, , পূর্বাঞ্চলের মোঃ নুর আলম শেখ, আর টিভির সোহাগ মোল্লা, একাত্তর টিভির এনামুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির জাহিদুল ইসলাম, গ্রামের কাগজের এম এম ফিরোজ ও সাংবাদিক ওমর ফারুক, মাছুম খাঁন, মাসুদ রানা , বি এম ওয়াসিম আরমান, হাসিব সরদার, আলী আজম ও মোংলা সরকারি কলেজের প্রভাষক সাহারা বেগম এবং বাংলাদেশে ভ্রমনে আসা কানাডিয়ান নাগরিক গবেষক আনুক।

 

বক্তারা এসময় বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৪ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে কেক কাটেন অতিথিরা।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …