সোমবার , ১৪ অক্টোবর ২০২৪

নোয়াখালীতে সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র ইফতার

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

নোয়াখালীতে সেচ্চাসেবী সংগঠন ‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে সুধীজন ও সাংবাদিকবৃন্দের সম্মানে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় জেলা শহর মাইজদীর মেহরান ডাইন কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

 

 

পরে দোয়া মোনাজাত শেষে ইফতার ও খাওয়া আয়োজন করা হয়।

‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠটির প্রধান পৃষ্ঠপোষক, শিনশিন জাপান হসপিটালের মহা ব্যবস্থাপক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট্য সমাজ সেবক মো: শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট হাসান মাহমুদ, জেলা জাতীয় পার্টীর যুগ্ম সম্পাদক মোসাদ্দেকুর রহমান,

বাংলাদেশ জামদ নোয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক এ.এস.এম. রহিম উল্যা, ‘সবুজ বিপ্লব সমাজ উন্নয়ন সংস্থা’র উপদেষ্টা শাহ মো: এমাম হোসেন, আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, সাংগঠনিক সপাদক আব্দুর রহমান সফিক প্রমূখ।
এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রিয়াজ উদ্দিন লিটন, জাতীয় তরুণ পার্টির সভাপতি সোহরাব হোসেন সবুজ, জেলা তরুণ পার্টির সহ-সাধারণ সম্পাদক সফিকুর রহমান। পরে দোয়া মোনাজাত শেষে ইফতার ও খাওয়া আয়োজন করা হয়।

Check Also

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ …