॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥
নোয়াখালী জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবানাধীন সিওয়াইসিডিপি এর আওতায় কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প কাজ করছে। প্রকল্প বাস্তবায়ন সহযোগি সংস্থা ইপসার আয়োজনে মঙ্গলবার ( ১৮এপ্রিল) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
বাল্যবিবাহ প্রতিরোধে গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক বাস্তবানাধীন সিওয়াইসিডিপি এর আওতায় কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প কাজ করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:নাজিমুল হায়দার, স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, কামরুন নাহার, অনুষ্ঠান সঞ্চালনা ও সেশন পরিচালনা করেন স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা,সিইএমবি প্রকল্পের জেলা সমন্বয়কারি সাজেদুল আনোয়ার ভূঞা। ওরিয়েন্টেশনে নোয়াখালী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।