॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার পানি ইউনিটের মূল পাম্প মেশিন নষ্ট হয়ে টানা পাঁচ দিন ধরে বাসা বাড়িতে পানি সরবরাহ বন্ধ আছে। এতে ভোগান্তিতে পরেছে প্রায় সোয়া তিনশো গ্রাহক।
উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান পানি সরবরাহের ইউনিট দুটি মেরামত কাজ চলছে। দ্রুত সময়ে মধ্যে ইউনিট দুটি চালু হবে।
পৌরসভা সুত্র জানায় উল্লাপাড়া পৌরসভার দুটি পানি সরবরাহ ইউনিট থেকে পৌর এলাকার প্রায় সোয়া তিনশো গ্রাহকের বাসা বাড়িতে পানি সরবরাহ করা হয়। গত শনিবার একটি ইউনিটের মূল পাম্প মেশিন (মোটর) পুড়ে গেছে। আর অপর ইউনিটের সাবমার্জিবল পাম্পের মূল মেশিন তার ছিড়ে প্রায় তিনশো ফুট মাটির গভীরে পড়ে গেছে। এতে এমন সমস্যার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায় অনেক গ্রাহক এলাকার টিউবওয়েল থেকে কিংবা অন্য কোনো উপায়ে পানি নিয়ে তাদের গৃহস্থালি কাজ সারছেন।
উল্লাপাড়া পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান পানি সরবরাহের ইউনিট দুটি মেরামত কাজ চলছে। দ্রুত সময়ে মধ্যে ইউনিট দুটি চালু হবে।