Friday , 22 November 2024

প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক উদ্বোধন করলেন নোয়াখালী জেলা পুলিশ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

প্রবাসীদরে যে কোন ধরণের আইনি সহায়তা প্রদানরে জন্য নোয়াখালী জেলায় প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক চালু করা হয়েছে। হট লাইন নাম্বারটি হলো ০১৩২০১১০৯৩৩।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক উদ্বোধন করেন পুলিশ সুপার, মোঃ শহীদুল ইসলাম পিপিএম(বার), পুলিশ সুপার জানান, প্রবাসীদের ২৪ ঘন্টা সার্বিক সহযোগিতা প্রদানের জন্য
হেল্প ডেস্ক ২৪ ঘন্টা পরিচালনার কাজে প্রয়োজনীয় সংখ্যক অফিসার-ফোর্স নিয়োগ করা হয়েছে ।

 

 

হেল্প ডেস্কের কার্যক্রমের জন্য হোয়াট্সএ্যাপ, ইমো, মেসেঞ্জার সুবিধাসহ একটি হট লাইন চালু করা হয়ছে।যেখানে প্রবাসীরা ২৪ ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন।

মোহাম্মদ ইব্রাহীম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নোয়াখালী এবং ২৪ ঘন্টা সহযোগিতার দায়িত্বে রয়েছেন জুল-এ-আসলাম,(ইন্সপেক্টর), ডিআইও-২ ডিএসবি, নোয়াখালী,মোঃ হাসান খলিল উল্লাহ ( সাব-ইন্সপেক্টর), ডিএসবি, নোয়াখালী, কাউসার আলম ( এএসআই) ডিএসবি, নোয়াখালী ও শারাফাত হোসেন(কনস্টেবল) ডিএসবি, নোয়াখালী।

হেল্প ডেস্কের কার্যক্রমের জন্য হোয়াট্সএ্যাপ, ইমো, মেসেঞ্জার সুবিধাসহ একটি হট লাইন চালু করা হয়ছে।যেখানে প্রবাসীরা ২৪ ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন। প্রবাসীদের অবর্তমানে তাদের বৈধ প্রতিনিধি প্রবাসীর পক্ষে হেল্প ডেস্কে আইনগত সহায়তা চাইতে পারবেন ।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …