Thursday , 26 December 2024

রাজবাড়ীতে বিএনপির ১৪১ জন নেতাকর্মীর বিরুদ্ধে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ সভাপতির মামলা-

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ওয়ামীলীগের শান্তি সমাবেশে যোগদান কালে হামলা ও ভাংচুরের ঘটনায় বিএনপির ১৪১ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাতুল আহম্মেদ।বুধবার (২৪ মে) রাজবাড়ী সদর থানায় এ মামলাটি দায়ের করেন তিনি।

 

এ সময় তারা কোনো কারণ ছাড়াই আমাদের সহ সাধারণ জনগনের উপর অতর্কিত আক্রমণ করে এলোপাথারি মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর করে। তাদের মারপিটে এবং ইট পাটকেলের আঘাতে সে ও তার কিছু নেতাকর্মীসহ রাস্তায় থাকা কয়েকজন অজ্ঞাতনামা পথচারী জখম হয়।

মামলার আসামিরা হলেন বিএনপি নেতা জহুরুল ইসলাম প্রামানিক ঝরো, খায়রুল আলম বকুল, ইদ্রিস শেখ, জহুরুল ইসলাম নুরুন্নবি, আরিফুর রহমান, সাদ্দাম সরদার, তাপস সরকার, রাজ্জাক, কাউসার, শান্ত খান, বাবু শেখ, সাজেদুর রহমান বিশ্বাস, উজ্জল খান, ফয়েজ দেওয়ান, আব্দুল মালেক শিকদার,

জহির শিকদার, রানা শেখ, আলামীন, সামসু মীর, আশিক আলম সবুজ, মজনু, সোহান শেখ, রাজা খান, শহিদ সরদার, আলামীন শেখ, আব্দুল লতিফ শেখ, আজাদ হোসেন, শামীম, কালাম ফকির, বিল্লাল হোসেন পরী, ফজলু মন্ডল, মঞ্জুর আলম মনজু, আরিফ সরদার, সোহাগ মিজি, শফিক বেপারী, আলামীন শেখ, আনোয়ার শেখ, আলী রাজ, উজ্জল সরদার, মহসিন খন্দকার, আলামিন খান, রায়হান মীর, ফজলু মোল্লা, গাজী মাসুদ,

শৈবাল মোল্লা, সোহাগ ওরফে কালা সোহাগ, মাহাতাব উদ্দিন মানিক, ইদ্রিস প্রামানিক, শহিদ শেখ, জাহাঙ্গীর মিয়া, মমিন মোল্লা, জামাল মোল্লা, সালেহীন প্রামানিক, উজ্জল মন্ডল, সোহেল মন্ডল, বাদশা মন্ডল, আব্বাস সরদার, সুমন সরদার, জাবেদ, পারভেজ, আরিফসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন।

গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ রাতুল আহম্মেদ জানান, গত ২০ মে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের লক্ষ্যে তারা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন।

বহরটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে পৌঁছানো মাত্র বিএনপির নেতাকর্মীরা হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরসহ রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে।

এ সময় তারা কোনো কারণ ছাড়াই আমাদের সহ সাধারণ জনগনের উপর অতর্কিত আক্রমণ করে এলোপাথারি মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর করে। তাদের মারপিটে এবং ইট পাটকেলের আঘাতে সে ও তার কিছু নেতাকর্মীসহ রাস্তায় থাকা কয়েকজন অজ্ঞাতনামা পথচারী জখম হয়।

এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন করে। তাদের আক্রমনে রাস্তায় চলাচলরত সাধারণ জনমনে আতঙ্ক বিরাজ করে ও লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। তখন রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনিসহ তার সঙ্গীয় আহত কয়েকজন নেতাকর্মী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ৬১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহম্মেদ একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Check Also

দৌলতদিয়া যৌনপল্লীর বয়স্ক নারীদের শীতবস্ত্র ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত বয়স্ক নারীদের …