Tuesday , 20 May 2025

ঢাকা জেলার শ্রেষ্ঠ নবাবগঞ্জ থানা

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

সার্বিক পুলিশিং কার্যক্রম বিবেচনায় ঢাকার জেলা পুলিশের মাসিক অপরাধ সভা মে-২০২৩ এ দোহার সার্কেল শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। দোহার সার্কেলের নবাবগঞ্জ থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।

 

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ। নবাবগঞ্জ থানার এমন সাফল্য পুলিশকে কাজ করতে আরো উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আশফাক রাজীব হাসান ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার নবাবগঞ্জ থানার এসআই কাজী নাসের, শ্যামলেন্দু ঘোষ ও এএসআই শিমুল শাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ সহ অন্যান্য অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন এসপি মো. আসাদুজ্জামান।

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম জানান, জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে পুলিশ। নবাবগঞ্জ থানার এমন সাফল্য পুলিশকে কাজ করতে আরো উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …