॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চুরি করে যন্ত্রাংশ বিক্রি করায় জড়িত দুজন আন্তঃজেলা চোরকে গ্রেফতার করে আজ সোমবার আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ।
এরপর আজ সোমবার ভোর রাতে আরেকজন ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ খালেককে গ্রেফতার করে। এছাড়া পুলিশ গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক উল্লাপাড়ায় এনে যন্ত্রাংশ খুলে বিক্রি করা যন্ত্রাংশ উদ্ধার করেছে।
উল্লাপাড়া মডেল থানা সুত্রে জানা যায়, এরা দুজন হলো – উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের আঃ রহিমের ছেলে সোহাগ ওরফে সাগর (২০) ও জেলার কামারখন্দ উপজেলার জামতৈল দক্ষিণপাড়া গ্রামের মৃত জসমত প্রামাণিকের ছেলে মোঃ খালেক (৩৫)। পুলিশ ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করেছে বলে জানা গেছে।
উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন তথ্যে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২ জুলাই রাত সাড়ে দশটার দিকে নোয়াখালী জেলার সুধারাম থানা পুলিশের সহযোগিতায় সুধারাম বাজার থেকে এক নন্বর আসামী সোহাগ ওরফে সাগরকে গ্রেফতার করে উল্লাপাড়া থানায় আনে।
এরপর আজ সোমবার ভোর রাতে আরেকজন ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ খালেককে গ্রেফতার করে। এছাড়া পুলিশ গাজীপুরের টঙ্গী থানা এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক উল্লাপাড়ায় এনে যন্ত্রাংশ খুলে বিক্রি করা যন্ত্রাংশ উদ্ধার করেছে।
উল্লাপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন এরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য । এদেরকে সিরাজগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।