Friday , 22 November 2024

সুন্দরবন থেকে কাকড়া সহ ৬ জেলে আটক

॥ বাগেরহাট প্রতিনিধি ॥

সুন্দরবন থেকে অবৈধ ভাবে কাকড়া আহরণ করে তা পাচারের সময় ৬ জেলে দুর্বৃত্তকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শনিবার গভীর রাতে পশুর নদীর বন বিভাগের ঢাংমারী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বক্স (প্রায় ৪শ কেজি) কাকড়া জব্দ করা হয়েছে।

 

 

শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী মেজিট্রেট (সহকারী কমিশনার ভুমি) মোঃ হাবিবুর রহমান ভ্রম্যমান আদালত বসিয়ে বন্যপ্রানী সংরক্ষ আইনে প্রতেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায় এক মাসের জেল দেয়া হয়েছে।

পুলিশ জানায়, ১ জুন থেকে ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দরবনে সকল প্রকারে মাছ, কাকড়া ধরা ও পরিবহন এবং সকল দর্শনীয় স্পটে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

কিন্ত অবৈধ পন্থায় একদল দুর্বৃত্ত জেলেরা বনের গহিনে প্রবেশ করে এ সকল কাকড়া আহরণ করে তা পাচার করে আসছে এমন খবর আসে পুলিশ ও বন বিভাগের কাছে।

তাই গোপন সংবাদের সুত্র ধরে শনিবার (২১ জুলাই দিনগত) গভীর রাতে পশুর নদীতে অভিযান চালায় মোলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, বন বিভাগের ঢাংমারী ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা সাইফুল বারি সহ কয়েক জন বন রক্ষী ও মোংলা থানার একদল পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরেকাকড়া নিয়ে দুর্বৃত্তরা দ্রুত নৌযান চালিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ৬ জেলেকে আটক করা হয়। এরা হচ্ছে, সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের ৭নং ওয়ার্ড’র কিবরিয়া শেখ’র ছেলে আইয়ুব আলী শেখ (২০), একই এলাকার ফিরোজ গাজীর ছেলে নাইম গাজী (২২),

সালাম শেখ’র ছেলে তরিকুল শেখ (৪০), মৃত এজাহার গাজীর ছেলে ওসমান গাজী (২৩), একই ইউনিয়নের পেড়িখালী গ্রামের মৃত ইউছুপ আলী গাজীর ছেলে রব্বানি গাজী (৫৫) ও আজিজ গাইনের ছেলে জাহিদুল গাইন (১৯)কে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৪শ কেটি কাকড়া জব্দ করা হয়েছে।

 

তবে তাদের বহনকরা একটি কার্গো জাহাজ দ্রুত চালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নী। শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী মেজিট্রেট (সহকারী কমিশনার ভুমি) মোঃ হাবিবুর রহমান ভ্রম্যমান আদালত বসিয়ে বন্যপ্রানী সংরক্ষ আইনে প্রতেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায় এক মাসের জেল দেয়া হয়েছে।

তবে প্রতেকে জরিমানা ও মুসলেকা দিয়ে এবারের মতো ছাড়া পায় এসকল দুর্বৃত্তরা। এছাড়া জব্দকৃত কাকড়া বন বিভাগ সদস্যদের সাথে নিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবমুক্ত করা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাবিবুর রহমান, জানান, আটককৃত জেলেরা তাদের ভুল স্বীকার করে সাধারণ ক্ষমা চাওয়ায় ভ্রম্যমান আদালত বাসিয়ে বন আইনে তাদের জরিমানা করা হয়েছে। মুসলেকা দিয়েছে, তারা সরকারের আইন আর অমান্য করবেনা বলে।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নিষিদ্ধের বেধে দেয়া সময় সিমান মধ্যে কোন দুর্বৃত্ত বা জেলেদের বনের কোন স্থানে প্রবেশ করতে দেয়া যাবে না। তার পরেও তারা বনের কোন সম্পদ নষ্ট করতে চাইলে প্রশাসন তা কঠোর হস্তে দমন করবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

Check Also

নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের …