মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালী জেলা পুলিশ লাইনে বঙ্গবন্ধু মূরাল উদ্বোধন করেন সড়ক ও সেতু পরিবহণ মন্ত্রী

॥ জি এম শাকিল, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে নির্মিত চেতনায় “বঙ্গবন্ধু মূরাল” উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়েদুল কাদের।

 

 

জেলা পুলিশ লাইনে স্বাধীনতার ৫২ বছর পর পুলিশ লাইন্সে জাতির পিতার স্মৃতির সম্মান রক্ষার্থে ও আগামী প্রজন্মকে জাতির পিতা চেতনায় উদ্বুদ্ধ করতে চেতনায় বঙ্গবন্ধু মূরালটি নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী হাতিয়া- ৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির প্রমুখ। মূরালটি নির্মাণে বিশেষ সহযোগীতা করেন একটিভ ফাউন্ডেশন।

জেলা পুলিশ লাইনে স্বাধীনতার ৫২ বছর পর পুলিশ লাইন্সে জাতির পিতার স্মৃতির সম্মান রক্ষার্থে ও আগামী প্রজন্মকে জাতির পিতা চেতনায় উদ্বুদ্ধ করতে চেতনায় বঙ্গবন্ধু মূরালটি নির্মাণের উদ্যোগ গ্রহণের কথা জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।

 

এ দিকে চেতনায় বঙ্গবন্ধু মূরাল উদ্বোধন শেষে বীর মুক্তিযুদ্ধা ও সূধিজনদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ। সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলার বীর মুক্তি যুদ্ধাসহ পু্লিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Check Also

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস …