Friday , 22 November 2024

নিরাপদে ভরবো মাছ” গড়বো স্মার্ট বাংলাদেশ জাতীয় মৎস্য সপ্তাহ পালিত ২০২৩

॥ উত্তম সাহা, হাতিয়া প্রতিনিধি ॥

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় “নিরাপদ মাছে ভরবো” দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

 

আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,মৎস্য চাষী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম সরওয়ার এর সভাপতিত্বে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের চীপ পেটি অফিসার ফিরোজ জামান।
আলোচনার পূর্বে হলরুমে মাছ চাষীদের প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শনী করেন,

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবী সমতির সভাপতি নুরুল করিম রতন, মৎস্য চাষী মহিউদ্দিন, ওসমান গনী প্রমূখ। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,মৎস্য চাষী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে হাতিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর সাত দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

Check Also

মোংলায় রান্না ঘর থেকে আগুনে পুরলো দিন মজুরের মাথা গোজার ঠাই

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় আগুনে পুড়ে ছাই হয়েছে এক দিন মজুরের …