Tuesday , 20 May 2025

সলংগায় বৈদ্যুতিক স্পৃষ্টে এক জনের মৃত্যু

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জ জেলার সলংগা থানার অন্তর্গত ধবিল ইউনিয়নের আমশড়া গ্রামের গোলবার হোসেন এর মেঝো ছেলে মোঃ নান্নু মিয়া (৩৫) বাড়ির দক্ষিন পাশে ধানী জমিতে শুক্রবার রাত ১০ টার দিকে মটর চালাতে যায়।

 

সলংগা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সরজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দূর্ঘটনা। ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তারপর অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায়, পরিবারের সবাই খোজ করতে থাকেন। অনেক খোজা-খুজির পরেও কোন সন্ধান না পেয়ে সবাই ঘুমিয়ে পরে।

পরদিন শনিবার (আজ) সকালে ফজর নামাজ পড়তে যাওয়ার সময় এক মুসল্লি তাকে ক্ষেতের মধ্যে দেখতে পায়, তখন সে মসজিদে এসে অন্য মুসল্লিদের জানায়।

তারপর পরিবারের লোকজনদের সাথে নিয়ে ঘটনাস্তলে গিয়ে নান্নু মিয়া কে উদ্ধার করে। ধবিল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আলহাজ সলংগা থানায় যোগাযোগ করলে, সলংগা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সরজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দূর্ঘটনা। ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …