Wednesday , 11 December 2024
"প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

লোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কর্তনের মধ্য দিয়ে “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে অনুষ্ঠান শুরু হয়।

 

প্রধান অতিথি নুরুল ইসলাম উজ্জল, উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিদের নিয়ে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের শুভ জন্ম দিনের কেক কর্তন করেন। শেষে উপস্থিত সবাইকে নিয়ে ভোজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক,জুম ইলিট্রনিক্স এর স্বত্বাধিকারী কে,এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপটির এডমিন বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ আলম।

সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আশিক এলাহী,ফজলে এলাহী, বেলাল হোসেন,আলহাজ্ব দেলোয়ার হোসেন,আব্দুর রহিম,অধ্যক্ষ কে,এম আব্দুল মজিদ প্রমুখ। বক্তাগণ বলেন,সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা,অনুপ্রেরণা,

সদুপদেশ ও ভালোবাসার কারনে গ্রুপটির উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবাইকে ধন্যবাদ জানান। এ ছাড়াও ভবিষ্যতে যেন পাশে থেকে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপটি এগিয়ে নিয়ে যান এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি নুরুল ইসলাম উজ্জল, উপস্থিত সম্মানিত অন্যান্য অতিথিদের নিয়ে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের শুভ জন্ম দিনের কেক কর্তন করেন। শেষে উপস্থিত সবাইকে নিয়ে ভোজন করা হয়।

Check Also

মোংলায় কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে …