॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
আজ (শনিবার) আনুমানিক সকাল ৯ টায় তাড়াশ থেকে সিএনজি করে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও বড় ছেলে নাঈম ইসলাম সহ মোট পাঁচ (৫) জন।সিএনজি অটোরিকশা যোগে যাওয়ার সময় সলঙ্গার কুঠিপাড়ায় (গ্রামীণ ব্যাংকের পূর্ব পাশে) ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে সংঘর্ষে দুর্ঘটনা ঘঠেছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।
নিহত নাঈমের বিষয় জানতে চাইলে পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাঈম বিনা পারিশ্রমিকে অসংখ্য মসজিদের ইলেক্ট্রনিকের কাজ করে দিতেন। সে অনেক সহজ-সরল প্রকৃতির ছেলে ছিলো।
সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক বিভাগের ১ম বর্ষের ছাত্র ও আহত মাজহারুল ইসলামের পুত্র মোঃ নাঈম ইসলাম (১৭) ঘটনা স্থলেই নিহত হয়। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। নিহত নাঈমের বাসা তাড়াশ উপজেলার ভাদাস গ্রামে।
নিহত নাঈমের বিষয় জানতে চাইলে পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাঈম বিনা পারিশ্রমিকে অসংখ্য মসজিদের ইলেক্ট্রনিকের কাজ করে দিতেন। সে অনেক সহজ-সরল প্রকৃতির ছেলে ছিলো।
সলংগা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক গ্লোবাল সংবাদকে বলেন, তাড়াশ থেকে আসা একটি সিএনজির সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই এক(১) জনের মৃত্যু ও চার জন আহত হয়।
আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত নাঈমের পরিবারের পক্ষ থেকে সলংগা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।