Tuesday , 23 December 2025

পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ নিয়োগ পেলেন মাসুদ রানা

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ পদে শনিবার (২ সেপ্টেম্বর) মাসুদ রানা নিয়োগ লাভ করেছেন। কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির চরচিলোকা গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর মহিলা ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ছিলেন।

 

পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, নিয়োগ পরীক্ষায় মাদ্রাসার সভাপতি মো. ইকবাল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

জানা যায়, উপাধ্যক্ষ পদে ৮জন আবেদন করেন। আবেদনকারী প্রার্থীরা হলেন, মো. আবু মুছা, শাহিদা খাতুন, মাসুদ রানা, মো. ফজলুল করিম, মো. আব্দুল কুদ্দুস, মো. আনোয়ারুল ইসলাম, আব্দুল গাফফার ও মোহাম্মদ নূর আলম হোসেন। এদের মধ্যে আব্দুল গাফফার বাদে সকলেই নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় সনদ, লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ ৪০ নম্বর পেয়ে মাসুদ রানা উপাধ্যক্ষ নির্বাচিত হন।

পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, নিয়োগ পরীক্ষায় মাদ্রাসার সভাপতি মো. ইকবাল হাকিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সদ্য নিয়োগ প্রাপ্ত উপাধ্যক্ষ মাসুদ রানা ২০০৫ সালে হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদ্রাসা থেকে ১ম শ্রেণীতে কামিল পাশ করেন। ওই বছরেই তিনি জয়কৃষ্ণপুর মহিলা ফাযিল মাদ্রাসায় প্রভাষক পদে যোগদান করেন। চলতি বছরের মার্চ মাসে তিনি ওই মাদ্রাসার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।

সেখানে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেন। পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সদ্য নিয়োগ প্রাপ্ত উপাধ্যক্ষ মাসুদ রানা প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Check Also

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহালী) …