Sunday , 6 April 2025
(ক্যাপশনঃ পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন)

পাংশায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতা প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

নারী অঙ্গন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী সান্তনা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভেটেরিনারি সার্জন ডা. মো. মোত্তালেব আলী, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. মোক্তার হোসেন,

নারী অঙ্গন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী সান্তনা বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আ. সালাম সিদ্দিকীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

শ্যামনগরের পরানপুর স্কুল বাড়ী সরকারী দিঘির পানি পাইপ লাইন স্থাপন করে ব্যক্তিস্বার্থে ব্যবহারের অভিযোগ

॥ নূরুন্নবী ইমন,শ্যামনগর প্রতিনিধি ॥ সা তক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউয়িনের পরানপুর স্কুল বাড়ী জেলা …