Sunday , 17 August 2025

উল্লাপাড়ায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

নিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া সেতুর উপর ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী আব্দুল হাকিম পান্না (৫৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অপু জানান, ঘটনার সময় উল্লাপাড়া পৌর বাজারের কাপড় ব্যবসায়ী পান্না মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।

তিনি উল্লাপাড়ার বড়হর দক্ষিনপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে এবং উল্লাপাড়া পৌরবাজারের রংধনু শাড়ীঘরের মালিক।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক অপু জানান, ঘটনার সময় উল্লাপাড়া পৌর বাজারের কাপড় ব্যবসায়ী পান্না মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় পিছন থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিহত পান্নার মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর, ব্রহ্মরাজপুর, বাশদাহা ইউনিয়নে কৃষক দলের ভুয়া কমিটি জমা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

॥ মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা প্রতিনিধি ॥ র বিবার ১৭আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা সদর …