Saturday , 23 November 2024
(ক্যাপশনঃ পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়)

পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে র‌্যালীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে পর্যায়ক্রমে আলোচনা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রয়েল আহমেদ।

অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ইন্সপেক্টর (তদন্ত) ইফতেখার আলম প্রধান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,

প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোত্তালেব আলী, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা সরকারি জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে নারী সহ রক্তাক্ত জখম-৮

॥  বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলায় জমির সিমানা নিয়ে দন্ধে দুই পক্ষের নারী সহ ৮জন …