Sunday , 17 August 2025

রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজধানী ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত হেভিওয়েট ৬জন নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।

 

 

ইতোমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে নানা আড্ডায় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের কোন কোন নেতা মনোনয়ন ফরম কিনেছেন, কে মনোনয়ন পেতে পারেন এসব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন।

জানা গেছে, নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন রাজবাড়ী-২ আসনের ৪বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম,

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপ-কমিটির সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক সাইন্সের সাবেক ডিন, বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান,

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু,

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফরহাদ আহমেদ,

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য নুরে আলম সিদ্দিকী হক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ রেজাউল ইসলাম।

ইতোমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে নানা আড্ডায় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের কোন কোন নেতা মনোনয়ন ফরম কিনেছেন, কে মনোনয়ন পেতে পারেন এসব নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা গুঞ্জন।

Check Also

সমাজকে রাজনীতির উর্ধ্বে রাখলে ধর্মীয় বিভাজনের সৃষ্টি হবে না। রেইনবো শহর করতে চাই সিরাজগঞ্জ -ইকবাল হাসান মাহমুদ টুকু।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ বি এনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল …