Thursday , 21 November 2024

আরিফ প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক পরিক্ষার ফল প্রকাশ।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিসিরাজগঞ্জের সলংগা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুতাহাটি বাজারে মনোরম পরিবেশে ২০২০ সালে গড়ে ওঠে আরিফ প্রি-ক্যাডেট স্কুল এন্ড কোচিং একাডেমি।

 

 

 তিনি বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়।

জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে সাপ্তাহিক ছুটির দিনে ৩০শে ডিসেম্বর রোজ-শনিবার ২০২৩ সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হিটলার আলী’র সঞ্চালনায় সর্বপ্রথম কোনআন তেলায়াত করেন সহকারী শিক্ষক মোঃ সজিব আহমেদ জয়।

এসময় প্রতিষ্ঠানের সার্বিক দিক তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক এম আরিফুল ইসলাম। তিনি বলেন এলাকার কোমল মতি শিক্ষার্থীরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেই বিষয়টি চিন্তা করেই এই প্রতিষ্ঠান টি এলাকার সকলের সহায়তায় গড়ে তোলা হয়।

সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আশানুরূপ প্রত্যাশিত। তবে শিক্ষক ও শিক্ষিকাদের আরোও পরিশ্রম করতে হবে, যেন ছেলে-মেয়েরা আরও ভালো করতে পারে। কেননা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

 

এ ছাড়াও আরো দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অলিদহ দক্ষিণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফজলুল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রহিম হৃদয়, তাপস চন্দ্র মুন্ডা, আব্দুর রউফ, আবু হানিফ, সহকারী শিক্ষিকা সানজিতা রানী সহ প্রমূখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান ফরহাদ, রিমা খাতুন, শাহানাজ পারভীন এবং অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

পরিশেষে সভার সম্মানিত সভাপতি সকলের সুস্বাস্থ্যে, দীর্ঘায়ু কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে ফলাফল প্রকাশ করেন ও সভার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

Check Also

প্রান্তিক মানুষের আস্থার প্রতীক মোংলা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ প্রসূতি মায়েদের গর্ভকালীন ও মাতৃত্বকালীন সেবা পাওয়া যেখানে …