Saturday , 30 August 2025

বাগেরহাট-৩ আসনের সংসদ নির্বাচন, ভোটারদের প্রকাশ্য সিল ও ভোট প্রদানে হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সংখ্যালঘু সম্প্রদায়ের

॥ মাসুদ রানা, মোংলা প্রতিনিধি ॥

বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলীর ইজারাদার ঈগল পতীকের পক্ষে প্রচারনা করার সন্দেহে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধামকি সহ ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেণ স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা।

 

 চেয়ারম্যান উৎপল মন্ডল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের প্রাথী পরিবেশ বন ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা ইউনিয়ন পর্যায় ও বিভিন্ন গ্রাম সহ বাড়ি বাড়ি গিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধামকি সহ তাদের উপর জুলুম, অত্যাচার নির্যাতন ও ভয়বীতি প্রদর্শন করে ভীত সন্ত্রস্ত করে তুলছে।

 

মঙ্গলবার দুপুরের পর মোংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে (তৃনমুল বিএনপির) সানালীয়াশ প্রতিকের প্রার্থী ম্যানুয়েল বিশ্বাস সহ এ অভিযোগ করেন তারা।

হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল লিখিত বক্তব্যে বলেন, আওয়ামীলীগের প্রাথী পরিবেশ বন ও জলবায়ু বিষায়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা ইউনিয়ন পর্যায় ও বিভিন্ন গ্রাম সহ বাড়ি বাড়ি গিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের নানাভাবে হুমকি-ধামকি সহ তাদের উপর জুলুম, অত্যাচার নির্যাতন ও ভয়বীতি প্রদর্শন করে ভীত সন্ত্রস্ত করে তুলছে।

এমরকি ভোট কেন্দ্রে প্রক্যাশ্য নৌকা প্রতীতে সিল দিতে হবে বলেও শাসানো হচ্ছে। এতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোট প্রদানে নিরুসাহীত হচ্ছেন। এ অবস্থা থেকে পরিত্রান ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন সহ আইন শৃখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।

এ সংবাদ সমম্মেলনে তৃন্যমূল বিএনপির প্রাথী (সোনালীয়াশ) ম্যানুয়াল বিশ^াস, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, মিঠাখালী ইউপি চেয়ারম্যান বাবু উৎপল কুমার মন্ডল সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না: বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন অখণ্ড …