॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বিভিন্ন ইউনিয়নে নৌকায় ভোট চেয়ে পথসভা করছেন।
পথসভার পাশাপাশি নৌকার পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) পর্যায়ক্রমে পাংশার কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাবুপাড়া ইউপির সুজানগর উচ্চ বিদ্যালয় মাঠে,
পথসভার পাশাপাশি নৌকার পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় সোমবার (১ ডিসেম্বর) পর্যায়ক্রমে পাংশার কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বাবুপাড়া ইউপির সুজানগর উচ্চ বিদ্যালয় মাঠে, পাংশা পৌরসভার আইডিয়াল গার্লস কলেজ মাঠে ও যশাই ইউপির লক্ষèীপুর গ্রামে পৃথক পথসভা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কলিমহর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিশোর কুমার দাসের সভাপতিত্বে এবং কলিমহর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর মাস্টারের উপস্থাপনায় খোর্দ্দবসা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের জনকল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। একই সাথে তিনি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, আওয়ামী লীগ নেতা রেজাউল হক রেজা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজমুল কাদের মাসুদ, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের আইন সম্পাদক এ্যাডভোকেট আফরোজা শাহানাজ পারভীন (হীরা)সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।