Tuesday , 14 October 2025

গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিতে এ্যাডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে যৌনপল্লীর শিশুদের নিরাপদ বসবাস নিশ্চিত করণে এ্যাডভোকেসি ইস্যু শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে মুক্তি মহিলা সমিতির আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

 এসময় বক্তারা যৌনপল্লীর শিশুদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপদ জীবন যাপন, যৌনকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।।

মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মোছাঃ মর্জিনা বেগমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। মুক্তি মহিলা সমিতির পোগ্রাম ডিরেক্টর মো. আতাউর রহমান মঞ্জুর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম,

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম সহ এনজিও কর্মী, শিক্ষক, বিভিন্ন দপ্তরের প্রধানগণ । এসময় বক্তারা যৌনপল্লীর শিশুদের স্বাভাবিক জীবন যাপন ও নিরাপদ জীবন যাপন, যৌনকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

Check Also

বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের নতুন জীবনের লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ ১ ৪ই অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জের …