Saturday , 24 January 2026
(ক্যাপশনঃ পাংশায় বৃহস্পতিবার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথ সভায় এসিল্যান্ড মাসুদুর রহমান রুবেল বক্তব্য রাখেন)

পাংশায় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথ সভা অনুষ্ঠিত

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩য় পর্যায় বার্ড অংশের আওতায় গঠিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীদের অংশগ্রহণে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

পাংশা উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি)-৩য় পর্যায় বার্ড অংশের আওতায় গঠিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীদের অংশগ্রহণে মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশার এসিল্যান্ড মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম,

পাংশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডা. মো. মোত্তালিব আলী ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাংশা উপজেলার ৬০টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সরকার গঠন করতে পারলে ইনসাফভিত্তিক রাষ্ঠ গঠন করা হবে – সিরাজগঞ্জে ডঃ শফিকুল রহমান

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ শ নিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ …