শনিবার , ২৭ জুলাই ২০২৪
(ক্যাপশনঃপাংশায় শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭)’র উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন)

পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭)’র উদ্বোধন

॥ সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার (৯জুন) বিকালে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ বালক (অনূর্ধ্ব-১৭)’র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে হাবাসপুর ইউপিকে ১-০ গোলে হারিয়ে কলিমহর ইউপি ফুটবল একাদশ জয়ী হয়।

 

 

হাবাসপুর ইউপি ফুটবল একাদশ ও কলিমহর ইউপি ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে তৃতীয় পর্যায়ে টাইব্রেকারে হাবাসপুর ইউপিকে ১-০ গোলে হারিয়ে কলিমহর ইউপি ফুটবল একাদশ জয়ী হয়।

পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ও পাংশা শিল্পকলা একাডেমীর সহসভাপতি উত্তম কুমার কুন্ডু, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম মারুফ, কলিমহর ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, কলিমহর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আলী মিয়া, কলিমহর ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন, কলিমহর ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাইফুল ইসলাম, ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান মিয়া টিটু ও ফরিদ উদ্দিন মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

হাবাসপুর ইউপি ফুটবল একাদশ ও কলিমহর ইউপি ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হয়। পরে তৃতীয় পর্যায়ে টাইব্রেকারে হাবাসপুর ইউপিকে ১-০ গোলে হারিয়ে কলিমহর ইউপি ফুটবল একাদশ জয়ী হয়। খেলা পরিচালনা করেন ধানুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাবেক ফুটবলার মো. শাজাহানুল হক জুয়েল। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও সায়েদুল ইসলাম।

Check Also

গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ …