Saturday , 18 January 2025
আবুল হোসেন গোয়ালন্দ রাজবাড়ী

গোয়ালন্দে প্রাইভেটকার তল্লাসি করে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেটকার ও ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনী এলাকার মো. আরশাদ ভূইয়ার ছেলে বাবু ভূইয়া (৩২)।

 

ঢাকা খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার তল্লাসি করে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

থানা পুলিশ সুএ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া এলাকার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা খুলনা মাহাসড়ক উপর চেকপোষ্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা রংয়ের টয়োটা প্রাইভেট কার (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১১-২২৯৫) তল্লাশী করে ৭০ (সত্ত্বর) বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার তল্লাসি করে ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে ।

Check Also

সুবর্নচরে চেয়ারম্যানের বাড়িতে হামলা,ভাংচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নোয়াখালীর সুবর্ণচর ৮নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের …