নিজস্ব প্রতিনিধি, বগুড়াঃ জনবান্ধব পুলিশকর্তা হিসেবে ব্যাপক পরিচিত সিআইডি বগুড়া জেলার সহ
কারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৩ জন সহকারী পুলিশ সুপার কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির আদেশ প্রদান করেন।
সিআইডি বগুডা জেলার সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল বগুড়া জেলার সদর থানা, দিনাজপুর কোতোয়ালি থানা, রংপুর জেলার পীরগঞ্জ মিঠাপুকুর থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে সরাসরি সাব ইন্সপেক্টর পদে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি বগুড়া জেলার জনগণের কাছে ইকবাল হিসাবে ব্যাপক জনপ্রিয়।
তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের হাফিজুর রহমানের জৈষ্ঠ্য পুত্র। ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার এই পদোন্নতির জন্য বগুড়াবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল