মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
(ক্যাপশনঃ পাংশায় বুধবার বিকালে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি বক্তব্য রাখেন)

পাংশায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

॥ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভা বুধবার (১৯ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে এ সভার আয়োজন করা হয়।

 

আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল হাকিমের সহযোগীতায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. নাজমুল হাকিম রুমির সভাপতিত্বে বর্ধিত সভায় অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডল বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম মারুফ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন বক্তব্য রাখেন।

বর্ধিত সভায় পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মনসুর সরদারসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নেতৃবৃন্দ রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক নির্দেশনা এবং আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল হাকিমের সহযোগীতায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …