॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়াই শ্রেষ্ঠ। সিরাজগঞ্জ রায়গঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত সলঙ্গা নুরানি বিজ্ঞান মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক,যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৪ অনুষ্ঠান আজ ২৯ফেব্রুয়ারী বৃহঃবার সকাল ৮ টায় থান মাঠে অনুষ্ঠিত হয়েছে।সময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আরও সহযোগিতায় ছিলেন মোঃ মেরাজুল হক,মাওঃ ইব্রাহিম,মোছাঃ সওদা খাতুন,মোছাঃ তানিয়া খাতুনসহ অত্র প্রতিষ্ঠানের সকল স্টাফ।
প্রতিষ্ঠানের পরিচালক/মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিন্ন ভিন্ন ৩০ টা ইভেন্টে মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা বিজয়ী, এবং অভিভাবক /অভিভাবীকাদের জন্য বালিশ চালনা,
পাতিল ভাঙ্গা সহ উন্মুক্ত সকলের জন্য যেমন খুশি তেমন সাজোতে অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক দায়িত্ব পালন করেছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আরও সহযোগিতায় ছিলেন মোঃ মেরাজুল হক,মাওঃ ইব্রাহিম,মোছাঃ সওদা খাতুন,মোছাঃ তানিয়া খাতুনসহ অত্র প্রতিষ্ঠানের সকল স্টাফ।
দ্বিতীয় পর্বে ইসলামিক সঙ্গীত,হামদ্ নাত,কোরআন তেলোয়াতের বিচারকের দায়িত্ব পালন করেছেন মাওঃ হাবিবুর রহমান,মাওঃ রুহুল আমীন, সাবেক শিক্ষক মোঃ কোরবান আলী। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পরিচালক মোঃ ফারুক হায়দার,মুহতামিম মাওঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ মোঃ আখতার হোসেন হিরন প্রমুখ।