মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
পাংশায় বুধবার সকালে আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত হয়

পাংশায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালিত

॥সেলিম মাহমুদ, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বুধবার (৩১ জুলাই) সকালে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালিত হয়েছে।

ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে ১১১টি ফলজ, ৩৭টি বনজ ও ২৫টি ঔষধি বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। এদিকে, আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালনে উপস্থিত লোকজন প্রশংসা করেন।

জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি তার দপ্তরের ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে মোট ১৭৩টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। কর্মসূচিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক মোসাদ্দেকুর রহমান, প্রশিক্ষিকা মোছাঃ আসমা খাতুনসহ কোম্পানি কমান্ডার এবং আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায়ের দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন জানান, ভাতাভোগী ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে বিনামূল্যে ১১১টি ফলজ, ৩৭টি বনজ ও ২৫টি ঔষধি বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। এদিকে, আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালনে উপস্থিত লোকজন প্রশংসা করেন।

এ প্রসঙ্গে আলাপকালে রিটার্নিং অফিসার সাইফুদ্দীন বলেন, মাছপাড়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে যখন যা প্রয়োজন তা করা হবে।  মনোনয়নপত্র দাখিলের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাংশা মডেল থানার এসআই ফজর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্বে নিয়োজিত ছিল।

উল্লেখ্য, মাছপাড়া ইউপির চেয়ারম্যান ছিলেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। তিনি ৫ বার মাছপাড়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের সময় তিনি মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাছপাড়া ইউপির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করায় পদটি শূন্য হয়।

Check Also

আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই….. …… মোঃ ইসমাইল সম্রাট

॥  এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ নতুন নতুন করে মত প্রকাশের স্বাধীনতা …