Thursday , 21 November 2024

গোয়ালন্দে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ট্রাস্কফোর্স কমিটি এর আয়োজন করে।

 

কর্মশালায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, হাটবাজার, ঘাট এলাকা, যানবাহনসহ প্রকাশ্যে ধুমপান বিরোধী সভা সমাবেশসহ সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মকান্ড বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) মো. শফিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডা. প্রদীব কান্তি পাল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, হাটবাজার, ঘাট এলাকা, যানবাহনসহ প্রকাশ্যে ধুমপান বিরোধী সভা সমাবেশসহ সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মকান্ড বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …